বকেয়ার দাবিতে টিএনজেড গ্রুপের ৫ কারখানায় কর্মবিরতি, পরিচালক-অ্যাডমিন অবরুদ্ধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন এলাকায় টিএনজেড গ্রুপের পাঁচ কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
বর্তমানে তারা গ্রুপের পরিচালক ও অ্যাডমিনকে অবরুদ্ধ করে রেখেছেন।
কারখানাগুলো হলো, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড।
শ্রমিকরা জানান, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে তারা কারখানার উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, 'আমরা আপাতত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা বলেছি। এক মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব।'
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক বায়েজিদ মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের আনুমানিক ৬০০-৭০০ শ্রমিক কারখানার ভেতর ও বাইরে অবস্থান করছেন। কারখানার পরিচালক কবির আহমেদ ও গ্রুপ অ্যাডমিন শামসুজ্জামান অবরুদ্ধ অবস্থায় আছেন।
এ বিষয়ে জানতে কারখানার মালিক শাহাদাত হোসেন শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ডেইলি স্টারকে বলেন, 'আমি বিষয়টি দেখছি। এখন জরুরি মিটিংয়ে আছি।'
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর বেতন পরিশোধের দিন ধার্য থাকলেও মালিকপক্ষ তা পরিশোধে ব্যর্থ হন। পরবর্তীতে গত ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। সভায় সেপ্টেম্বর মাসের বেতন আগামী ৩ নভেম্বর এবং অক্টোবর মাসের বেতন আগামী ২০ নভেম্বর পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।
Comments