কেমিক্যাল ব্যবসা পুরান ঢাকা থেকে শ্যামপুরে সরানোর নির্দেশ মেয়র তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএসসিসি, শেখ ফজলে নূর তাপস, পুরান ঢাকা, কেমিক্যাল কারখানা,
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যের ওপর যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক আলোচনা সভা। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কেমিক্যাল ব্যবসায়ীরা অবিলম্বে তাদের ব্যবসা পুরান ঢাকা থেকে শ্যামপুরে স্থানান্তর না করলে ঈদের পর ডিএসসিসি চিরুনি অভিযান শুরু করবে।

রাজধানীর শ্যামপুর এলাকায় ডিএসসিসি ইতোমধ্যে তাদের জমি দিয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমরা আর পুরান ঢাকায় দাহ্য কেমিক্যাল ব্যবসা করতে দেব না।'

আজ মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 'পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যের ওপর যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।

মেয়র বলেন, পুরান ঢাকায় ১ হাজার ৯২৪ জন কেমিক্যাল ব্যবসায়ী ব্যবসা করছেন, যা এলাকাবাসীর জীবনের জন্য হুমকি।

'আমরা কেমিক্যাল ব্যবসার বিদ্যুৎ ও গ্যাসসহ ইউটিলিটি পরিষেবা বিচ্ছিন্ন করে দেব,' বলেন তিনি।

তিনি ব্যবসায়ীদের যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।

এসময় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে যাত্রীদের এগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন। একইসঙ্গে ভাড়ার বিনিময়ে ফুটপাতে হকারদের ব্যবসা করতে দেওয়ার জন্য দোকানদারদের দায়ী করেন।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

58m ago