চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করলে চা বোর্ড

স্টার অনলাইন গ্রাফিক্স

চা ব্যবসার লাইসেন্সের শর্ত লঙ্ঘ করে বেআইনিভাবে চা ব্লেন্ডিং, মোড়কজাত ও বিক্রয়-বিপণন করায় একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ চা বোর্ড।

আজ সোমবার এক চিঠিতে লাইসেন্স বাতিলের ওই আদেশ দেয় চা বোর্ড।

এর আগে, গত ১০-১২ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বানুবাজার এলাকায় ও আগ্রাবাদের বেপারিপাড়ায় আছিব ব্রাদার্সের চা গুদামে অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির গুদামে সাড়ে ৪ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ করা হয়। পরে সেগুলো পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

অভিযানে দেখা যায়, চা বোর্ডের খুচরা-পাইকারি লাইসেন্স প্রাপ্তির তিন নং শর্ত ও ব্লেন্ডার লাইসেন্স প্রাপ্তির দুই নং ও তিন নং শর্ত লঙ্ঘন করে আছিব ব্রাদার্স পচা ও দুর্গন্ধযুক্ত চা ব্লেন্ডিং করে দুটি ব্রান্ডে বিক্রয় ও বিপণন করছিল।

চা বোর্ড জানিয়েছে, চা ব্যবসার শর্ত ভঙ্গ করে দীর্ঘদিন ধরে আছিব ব্রাদার্স এসব মেয়াদোত্তীর্ণ চা গুদামজাত এবং ব্লেন্ডিং করে নিজস্ব ব্রান্ডে বাজারজাত করছিল। এসব চা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চা ব্যবসার অনিয়ম বন্ধে চা বোর্ড প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করল।

Comments

The Daily Star  | English

Committee on ‘deprived’ govt officials hands report to CA

The chief adviser thanked the committee members for submitting the report before the stipulated 90-day timeframe expires

19m ago