চট্টগ্রামে অবৈধভাবে চা মজুতের দায়ে ৩টি গোডাউন বন্ধ

চা, চা উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম, ভ্রাম্যমাণ আদালত,
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

অবৈধভাবে চা মজুতের দায়ে চট্টগ্রামে ৩টি চা গোডাউন বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেলে নগরীর ফৌজদারহাট এলাকায় অবস্থিত ওয়্যারহাউজ দুটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এগুলো হলো- সৈয়দ টি ওয়্যারহাউজের দুটি গোডাউন এবং এনএনটি ওয়্যারহাউজের একটি গোডাউন। এগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'দীর্ঘদিন ধরে একটি ব্যবসায়ী চক্র চা বোর্ডের অনুমতি না নিয়ে ওয়্যারহাউজের গোডাউনে অবৈধ ও নিম্নমানের চা মজুত ও বাজারজাত করছে। এছাড়া কালোবাজার থেকে এসব অবৈধ চা ক্রয়ের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।'

'চা ব্যবসায়ে এসব নানান অনিয়ম প্রতিরোধে এ ধরণের অভিযান চলমান থাকবে,' বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

47m ago