ইউসিবির সাবেক পরিচালক ও পরিবারের সদস্যদের হিসাব জব্দ

ইউসিবি
আনিসুজ্জামান চৌধুরী রনি। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রনির স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে।

প্রথম দফায় ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব বন্ধ রাখতে গতকাল সোমবার বিএফআইইউ এ আদেশ জারি করে।

গত মাসে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে রনি ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের সদস্যরা ইউসিবির ওপর নিয়ন্ত্রণ হারান।

সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর ধরে সাইফুজ্জামান ও তার পরিবার ঋণ অনুমোদনসহ ব্যাংকটির নানান কার্যক্রমে প্রভাব বিস্তার করেছিল।

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

NBR revises VAT, SD on 9 items following public outcry 

NBR said it has slashed VAT on ready-made clothes, restaurants, sweets, non-AC hotels and motor workshops and mostly restored to the previous levels

1h ago