একীভূতকরণে যাচ্ছে না ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) কর্মকর্তারা চান না ব্যাংকটি অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হোক।

প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যদি ব্যাংকটিকে ভালো অবস্থায় আনতে পারি তবে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হবো না।'

তিনি জানান, পরিচালনা পর্ষদ অনাদায়ী ঋণ পরিস্থিতি মোকাবিলায় দৈনিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

গত ৯ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ইউসিবির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বৈঠকে একীভূতকরণের সিদ্ধান্ত হয়।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান সম্প্রতি বলেন, 'হঠাৎ করে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি চাপে পড়েছে।'

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক অনিয়মে ভরা ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে।

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংককে সিটি ব্যাংকের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়ার পর গত ১৮ এপ্রিল বেসিকের পরিচালনা পর্ষদ অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তাদেরকে বেসরকারি নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে একীভূত করার অনুরোধ জানায়।

Comments

The Daily Star  | English

Dengue death toll crosses 500-mark

7 die, 629 hospitalised till this morning

1h ago