পদ্মা ব্যাংকের চেয়ারম্যান নাফিজ সরাফাতের পদত্যাগ

আজ বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।
পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
চৌধুরী নাফিজ সরাফাত। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত পদত্যাগ করেছেন।

আজ বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকারদের বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, 'নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।'

২০১৮ সালের জানুয়ারিতে চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন। পদ্মা ব্যাংক আগে ফারমার্স ব্যাংক নামে পরিচিত ছিল।

চৌধুরী নাফিজ সরাফাত সরাফতের আগে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দীন খান আলমগীর বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন।

Comments