ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ ও মার্চেন্ট ব্যাংক চালু করবে ডাচ-বাংলা
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড দুটি সহযোগী প্রতিষ্ঠান গঠন ও একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে।
ব্যাংকটি জানিয়েছে, দশটি ব্যাংকের জোটের প্রস্তাবিত 'ডিজি১০ ব্যাংক পিএলসিতে' সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা অনুমোদন দিয়েছে তাদের বোর্ড। প্রস্তাবিত 'ডিজি১০ ব্যাংকে' ডাচ-বাংলার ১০ শতাংশ শেয়ার থাকবে।
ব্যাংকটি আরও জানিয়েছে, তাদের বোর্ড ডাচ-বাংলা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড নামে একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখানে তারা ২৫ কোটি টাকা পরিশোধিত মূলধন বিনিয়োগ করবে।
এছাড়া ব্যাংকটি ডাচ বাংলা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নামে একটি ব্রোকারেজ হাউজ প্রতিষ্ঠা করবে, যা স্টক ডিলার ও ব্রোকার হিসেবে কাজ করবে। সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।
Comments