ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ব্যাংক এশিয়া

ডিজিটাল ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই,

ব্যাংক এশিয়া প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। বেসরকারি ব্যাংকটি জানিয়েছে, ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে ডিজিটাল ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সংবেদনশীল তথ্যে ব্যাংক এশিয়া জানিয়েছে, গতকাল ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ এই সিন্ধান্ত নিয়েছেন এবং বিনিয়োগের পরিমাণ ডিজিটাল ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ।

এর আগে, গত মাসে ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল ব্যাংকের জন্য চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় বলেছিলেন, আর্থিক খাতে অংশগ্রহণ বিস্তৃত করতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি কৌশল প্রণয়নে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনে ইচ্ছুকদের ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা এবং মূলধন স্পন্সরদের কাছ থেকে আসতে হবে। প্রত্যেক স্পন্সরের ন্যূনতম হোল্ডিং শেয়ার হবে ৫০ লাখ টাকা।

Comments

The Daily Star  | English

Managing expectations the challenge for EC

The EC was a rubber stamp to legalise AL's usurpation of power in last three elections

46m ago