৩ মাসে নতুন খেলাপি ঋণ ১০ হাজার ৯৫৪ কোটি টাকা

অলঙ্করন: বিপ্লব

ব্যাংকিংখাতে করপোরেট সুশাসনের অভাবে চলতি বছরের প্রথম ৩ মাসে খেলাপি ঋণ ১০ হাজার ৯৫৪ কোটি টাকা বেড়ে মার্চে ১ লাখ ৩১ হাজার ৬২১ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিংখাতে নন-পারফর্মিং লোণ (এনপিএল) ৩ মাস আগের তুলনায় ৯ শতাংশ এবং ১ বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, খেলাপি ঋণ বাড়তে থাকা অর্থনীতির জন্য একটি খারাপ লক্ষণ।

তিনি বলেন, 'খেলাপি ঋণ বৃদ্ধি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের উচিত ব্যাংকিংখাতে মনিটরিং বাড়ানো।'

গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৬ কোটি টাকা বকেয়া ঋণের মধ্যে এনপিএলের অনুপাত দাঁড়িয়েছে ৮ দশমিক ৮ শতাংশে।

গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের মার্চে ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

Comments