ফ্রিল্যান্সাররা আয়ের সনদ পাবেন এমএফএস থেকে
ফ্রিল্যান্সারদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেনে নগদকরণ সনদ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার দেশের সব ব্যাংকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা এখন থেকে আয়কর দেওয়ার সময় এনবিআরে আয়ের বিপরীতে ওই সনদ জমা দেওয়ার সুযোগ পাবেন।
অনেক ফ্রিল্যান্সার অনেক বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। ওইসব প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আয় ফ্রিল্যান্সাররা অনেক সময় এমএফএসের মাধ্যমে পেতে চান।
বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংকের মাধ্যমে এমএফএস সেবা প্রদানকারীদের কাছে স্থানান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংকের আজকের নির্দেশনা অনুযায়ী, ফ্রিল্যান্সাররা এমএফএস থেকে টাকা নেওয়ার সময় নগদকরণ সনদ সংগ্রহ করবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফ্রিল্যান্সারদের সহযোগিতার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা আয়কর দেওয়ার সময় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সনদ জমা দিতে পারে।'
Comments