‘ব্যাংকিং খাতে ১,৬৯,৫৮৬ কোটি টাকা অতিরিক্ত তারল্য আছে, কোনো সংকট নেই’

bangladesh bank logo

দেশের ব্যাংকিং খাতে ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা অতিরিক্ত তারল্য আছে এবং কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য 'যড়যন্ত্রমূলক' খবর প্রচারিত হচ্ছে উল্লেখ করে আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় আছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। 

ব্যাংক ব্যবস্থায় বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা অতিরিক্ত তারল্য আছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিকট বিশেষ সতর্কবার্তা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, কোনো ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় কোনো ব্যত্যয় থাকলে বাংলাদেশ ব্যাংক তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরসন করার ব্যবস্থা নেবে। 

তারল্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ব্যাংকের রেপো ও অ্যাসিওরড লিকুইডিটি সাপোর্ট নীতি সর্বদা চালু আছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিদর্শন ও সুপারভিশন ব্যাপক তৎপর আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। 

ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে এবং ব্যাংকে জনগণের সংরক্ষিত আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

21m ago