একই সমতলে

ছবি: আনিসুর রহমান/স্টার

প্রাণীকুলের মধ্যে কুকুরের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের বয়স হাজার বছরের। বিশ্বস্ত ও অনুগত হিসেবে কুকুরের যেমন সুখ্যাতি আছে, তেমনি পোষা কুকুরের প্রতি মানুষের ভালোবাসার নজিরও অনেক।

ছবির এই ছিন্নমূল নারী যেমন তীব্র শীতে নিজের কম্বলের ভাগ দিয়েছেন পথের কুকুরকে। অথচ ভালোবাসায় ভরা একটি হৃদয় ছাড়া তার নিজের বলতে তেমন কিছুই নেই। অবলা প্রাণীর প্রতি এই প্রেমই ফুটপাতের জীবনে দুটি প্রাণকে একই সমতলে বসিয়েছে।

কুকুরের সঙ্গে মানুষের এমন আবেগীয় সম্পর্কের নানা প্রকাশ দেখা যায় চিরায়ত ও আধুনিক সাহিত্যে।

প্লেটোর 'রিপাবলিক' এ সক্রেটিস থ্রাসুমাকসের কুকুরের বুদ্ধিমত্তা দেখে ওটাকেই দার্শনিক বলে অভিহিত করেছিলেন।

প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্প 'কুকুর ছানা'য় লন্ডনপ্রবাসী শরৎকুমার বাগচী শীতের হিমরাতে একটি কুকুরছানা কুড়িয়ে পেয়ে ৫ মাস লালনপালন করেন। পরে আসল মালিককে বুঝিয়ে দিলেও কুকুর ছানাটি চেন ছিঁড়ে আবার তার কাছে চলে আসে। বনফুলের গল্প 'বাঘা'র নায়ক একটি ভীরু, রুগ্ন এবং দুর্বল কুকুর।

মোহাম্মদ নাসির আলীর 'কুকুর ছানার কাণ্ড' নামের গল্পে লেবুমামা ঢাকা শহরে গিয়ে বাটপারের পাল্লায় পড়ে ৭টাকা দিয়ে একটা কুকুর ছানা কিনে মহাবিপদে পড়েন।

আবার হুমায়ূন আহমেদের 'কুকুর' নামের পরাবাস্তব গল্পে নিষ্ঠুর কিশোরদের হাত থেকে একটি কুকুরকে বাঁচাতে জামান সাহেবকে আগুনে ঝাঁপ দিতে দেখা যায়।

ঢাকার সিএমএম কোর্ট এলাকা থেকে কুকুরের প্রতি মানুষের ভালোবাসার এমন উদাহরণ তৈরি করা ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago