ক্যালিফোর্নিয়ায় ফাস্টফুড কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ২০ ডলার

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট, ফাস্টফুড,
রয়টার্স ফাইল ফটো

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম স্বাক্ষরিত নতুন বিলের আওতায় ক্যালিফোর্নিয়ার ফাস্টফুড কর্মীরা প্রতি ঘণ্টায় ন্যূনতম ২০ ডলার মজুরি পাবেন।

বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে মধ্যম ফাস্টফুড কর্মীরা প্রতি ঘণ্টায় ১৩ দশমিক ৪৩ ডলার উপার্জন করেছেন, যেখানে ক্যালিফোর্নিয়ায় প্রতি ঘণ্টায় গড় মজুরি ছিল ১৬ দশমিক ৬০ ডলার।

নিউসম বলেন, 'রাজ্যজুড়ে ৩০ হাজার স্থানে ৫ লাখ ৫০ হাজারেরও বেশি ফাস্টফুড কর্মী আছেন। তারা বেশিরভাগ পরিবারের প্রাথমিক উপার্জনকারী। এছাড়া, বেশিরভাগ কিশোর-কিশোরীর প্রথম চাকরি এবং এখানে দুই-তৃতীয়াংশ নারী। আমরা শুধু প্রবৃদ্ধির কথা বলছি না। এটি রাষ্ট্রীয়ভাবে অন্তর্ভুক্তির বিষয়।'

উচ্চ মজুরি ছাড়াও আইনটি শ্রমিক ও নিয়োগদাতাদের প্রতিনিধির সমন্বয়ে একটি 'ফাস্ট ফুড কাউন্সিল' গঠনে সহায়তা করবে। যেন তারা আরও বেতন বৃদ্ধির অনুমোদন ও কাজের মান নির্ধারণ করতে পারে। সেখানকার শ্রমিক নেতারা আইনটির প্রশংসা করেছেন।

ক্যালিফোর্নিয়ায় সামগ্রিক ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টায় ১৫ দশমিক ৫০ ডলার, যা অন্য রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার, যা ২০০৯ সাল থেকে অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago