ট্রাম্পের মামলা প্রেসিডেন্ট বাইডেনের ‘ফোকাস’ নয়: হোয়াইট হাউস

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারেস্ট হলেও এ বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনের মূল 'ফোকাস' নয় বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরের বরাত দিয়ে মঙ্গলবার রাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রেস সেক্রেটারি বলেন, 'ট্রাম্পের খবর অবশ্যই রাখবেন প্রেসিডেন্ট, তবে এটি তার "ফোকাস" নয়।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে হাজিরা দিতে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতে যাওয়ার পর মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেফাজতে নেয় পুলিশ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, 'প্রেসিডেন্টের ফোকাস জনগণের বিষয়ে, যেমন তিনি প্রতিদিন করেন। এটি তার ফোকাসের বিষয় নয়।'

ম্যানহাটনে ট্রাম্পের যখন শুনানি চলবে, প্রেসিডেন্ট বাইডেন তখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন।

জিন-পিয়েরে ট্রাম্পের বিরুদ্ধে মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

প্রেসিডেন্ট বাইডেনও মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে মিনেসোটায় সোমবার সিএনএনকে তিনি বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের ওপর তার আস্থা আছে।

Comments

The Daily Star  | English

Kuet returns to normalcy after 65 days of unrest

Around 10:00am, only a few police officers were seen patrolling near the main gate

1h ago