যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দেবেন ট্রাম্প

গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। ছবি: এএফপি
গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে কানাডাকে প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিনামূল্যে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অংশ না হলে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কানাডাকে যোগ দিতে ৬১ বিলিয়ন ডলার খরচ করতে হবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়ে আসছেন।

কানাডা গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও, দেশের সার্বভৌমত্ব হারাতে হতে পারে এমন বিষয় দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কানাডাকে বলেছি তারা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত না হয়ে আলাদা দেশ হিসেবে আমাদের অসাধারণ গোল্ডেন ডোমের অংশ হতে চায়, তাহলে তাদের ৬১ বিলিয়ন ডলার খরচ করতে হবে।

'তবে যদি তারা আমাদের '৫১তম অঙ্গরাজ্য' হয়ে যায়, তাহলে তাদের এক পয়সাও দিতে হবে না। তারা প্রস্তাবটি বিবেচনা করছে!

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে কানাডার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই দেশকে সুরক্ষা দিতে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কথা বলে আসছেন। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই দেশকে সুরক্ষা দিতে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কথা বলে আসছেন। ছবি: এএফপি

ট্রাম্প গত সপ্তাহে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনার কথা জানায়। বলেন, এটি বাস্তবায়নে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার খরচ হবে এবং ২০২৯ সালের তার শাসনামলের শেষ দিকে এটি চালু হয়ে যাবে।

ট্রাম্প আরও বলেছিলেন, কানাডা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যোগ দিতে আগ্রহী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তখন নিশ্চিত করেছিলেন যে তার দেশ এই বিষয়ে 'উচ্চ পর্যায়ের' আলোচনা করেছে।

এ মাসের শুরুতে কার্নি হোয়াইট হাউজ সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে বলেন তার দেশ বিক্রির জন্য নয়।

তবে গোল্ডেন ডোম নিয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে এই প্রকল্প বাস্তবায়নে ব্যাপক প্রযুক্তিগত ও রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে এবং লক্ষ্যপূরণে ট্রাম্পের অনুমানের চেয়ে অনেক বেশি খরচ হতে পারে।

ন্যাটো সদস্য কানাডা ও যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের (এনওআরএডি) মাধ্যমে মহাদেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশীদার।

আর কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিনামূল্যে দিতে ট্রাম্পের এই প্রস্তাব দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে বলে ধারণা বিশ্লেষকদের।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago