সেমিকন্ডাকটর খাতে সহায়তা বাড়িয়ে ২৩ বিলিয়ন ডলার করল সিউল

ট্রাম্প প্রশাসনের শুল্কযুদ্ধের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সেমিকন্ডাকটর বা চিপ খাতে সরকারি সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সরকারি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশটি ২৬ ট্রিলিয়ন ওনের (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) সহায়তার ঘোষণা দিয়েছিল। এ বছর তা বাড়িয়ে ৩৩ ট্রিলিয়ন ওন বা ২৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে।
চলমান মার্কিন শুল্কনীতির প্রেক্ষাপটে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবিলায় সিউল চিপস খাতে সহায়তা বাড়ানোর ঘোষণা দিলো।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, চিপশিল্পে আর্থিক সহায়তা ১৭ ট্রিলিয়ন ওন থেকে ২০ ট্রিলিয়ন ডলার ওন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বৈশ্বিক প্রতিযোগিতার মুখে চিপসের দাম বেড়ে যাওয়ায় চিপস তৈরির প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষ চিপস প্রস্তুতকারী দেশ।
সরকারি হিসাবে গত বছর দক্ষিণ কোরিয়া সেমিকন্ডাকটর রপ্তানি করেছে ১৪১ দশমিক নয় বিলিয়ন ডলার।
চীনে রপ্তানি হয় ৪৬ দশমিক ছয় বিলিয়ন ডলার ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় ১০ দশমিক সাত বিলিয়ন ডলার।
Comments