এপেক্স ফুটওয়্যারের মুনাফা বেড়েছে প্রায় ২১ শতাংশ
২০২২-২৩ অর্থবছরে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মুনাফা ২০ দশমিক ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ১৬ কোটি ৭১ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১৩ কোটি ৮৩ লাখ টাকা
কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে এপেক্সের শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১০ টাকা ৬৪ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২২৯ টাকা ৯৬ পয়সা থেকে বেড়ে ২৩৯ টাকা ৬৪ পয়সা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২৯ টাকা ৯৪ পয়সা থেকে কমে ২৭ টাকা ২৩ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে এপেক্স ফুটওয়্যারের শেয়ার ৩ দশমিক ৯৫ শতাংশ বেড়ে হয়েছে ৩০৭ টাকা ৯০ পয়সা।
Comments