বিদেশে রোড-শো করলেও কেন শেয়ারবাজার উপকৃত হয়নি?

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নিয়োগ পাওয়ার পরপরই বিভিন্ন দেশে রোড শো করার উদ্যোগ নেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকার ও স্টক এক্সচেঞ্জের টাকায় রোড শো আয়োজন করা কতটা আইনসম্মত? এসব রোড শো-তে কতটা উপকৃত হয়েছে দেশের শেয়ারবাজার? বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে একের পর এক রোড শো করলেও কেন বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে?

এসব জানবো আজকের স্টার নিউজপ্লাসে।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

35m ago