নতুন মাইলফলকে তৈরি পোশাকশিল্প, লিড-সনদপ্রাপ্ত কারখানা এখন ২০০

লিড সনদ
ছবি: স্টার ফাইল ফটো

আরও ২ তৈরি পোশাক কারখানা যুক্তরাষ্ট্রের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ পাওয়ায় দেশের পোশাকশিল্প নতুন মাইলফলক ছুঁয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান দ্য ডেইলি স্টারকে জানান, গাজীপুরের কালিয়াকৈরে লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং লিমিটেড ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড ইউএসজিবিসি থেকে প্লাটিনাম-রেটেড লিড সনদ পেয়েছে।

হোয়াটসঅ্যাপ বার্তায় ফারুক হাসান বলেন, 'বিজিএমইএ আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে টেকসই শিল্পায়নের পথে একটি উল্লেখযোগ্য অর্জন এসেছে। আমরা ইউএসজিবিসির ২০০তম লিড-সনদ পাওয়া উদযাপন করছি।'

'এই উল্লেখযোগ্য মাইলফলক পরিবেশগত তত্ত্বাবধান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকারকে তুলে ধরেছে,' যোগ করেন তিনি।

এই ২০০ কারখানার মধ্যে ৭৩টি প্লাটিনাম-রেটেড, ১১৩টি গোল্ড-রেটেড, ১০টি সিলভার-রেটেড ও ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে।

বাংলাদেশে বিশ্বের কয়েকটি সেরা কারখানার আছে। শীর্ষ ১৫টি লিড পরিবেশবান্ধব কারখানার মধ্যে ১৩টিই এখন বাংলাদেশে।

২০২২ সালে ৩০ পোশাক কারখানা লিড-সনদ পায়। চলতি বছর এ পর্যন্ত ১৮ কারখানা এই স্বীকৃতি পেয়েছে।

আরও প্রায় ৫০০ কারখানা ইউএসজিবিসির সনদের অপেক্ষায় আছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, 'আমি আশা করছি, চলতি বছরের শেষ নাগাদ আমরা আরও একটি নতুন মাইলফলকে পৌঁছাতে পারবো।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago