১৫ মাসে ভারতীয় রুটে ট্রান্সশিপমেন্টে ৪৬২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

পদ্মা, বাংলাদেশ-ভারত, পররাষ্ট্র সচিব,
ছবি: সংগৃহীত

গত ১৫ মাসে ট্রান্সশিপমেন্টের মাধ‍্যমে ভারতীয় রুট ব্যবহার করে ৩৬টি দেশে ৪৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ট্রান্সসিপমেন্টের মাধ‍্যমে রপ্তানির পরিমাণ ৩৪ হাজার ৯০০ টনের বেশি।

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ—এ সময়ে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে ছিল ব্লাউজ, ট্রাউজার, টি-শার্ট, শিশুদের পোশাক ইত্যাদি। প্রধান বাজারগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া।

আঞ্চলিক বাণিজ্য সুবিধার অংশ হিসেব ভারতীয় রুট ব্যবহার করে এসব পণ্য রপ্তানি করা হয়েছিল।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪০ কোটি ৫ লাখ টাকা।

এর আগে, গত ৮ এপ্রিল ভারত আকস্মিকভাবে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট রুট বাতিল করে। এতে বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্য রপ্তানি রুট ব্যাহত হয়।

২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৩৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

The ambulance provided by Qatar's Emir, Sheikh Tamim bin Hamad Al Thani, touched the tarmac at Hazrat Shahjalal International Airport

15m ago