কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার

কৃষি মন্ত্রণালয়, কাঁচা মরিচ, টমেটো, আমদানি,
স্টার ফাইল ফটো

স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে ও দাম কমাতে ব্যবসায়ীদের কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আজ রোববার রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখার পরিচালক রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'সরবরাহ কম থাকায় ঢাকার বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। এটি একটি অপরিহার্য পণ্য। তাই দাম নিয়ন্ত্রণে আমরা কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছি।'

তিনি জানান, কৃষি মন্ত্রণালয় ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির জন্য ৩০টি অনুমোদন দিয়েছে। এছাড়া ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

রেজাউল করিম বলেন, 'তার কার্যালয় সীমিত সময়ের জন্য তাজা সবজি আমদানিরও অনুমতি দিয়েছে।'

Comments

The Daily Star  | English

Supply chain disruptions thwart inflation fight

To stabilise prices, the government should focus on improving storage and distribution networks for key commodities

12h ago