ইলেকট্রিক মোটর ঘোষণায় ১৩ হাজার কেজি গুড়া দুধ আমদানি
দুবাই থেকে ইলেকট্রিক মোটর ঘোষণায় প্রায় ১৪ টন গুড়া দুধ আমদানি করেছে ঢাকার নবাবপুরের আমদানিকারক পদ্মা সেফটি প্রোডাক্টস।
মঙ্গলবার চালানটি কায়িক পরীক্ষা শেষ প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়ায় তা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ দুবাই থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে অবতরণ করলেও তা খালাসের কোন উদ্যোগ নেননি আমদানিকারক। পণ্যচালানের ধরণ ও রপ্তানি বন্দর অসামঞ্জস্য তথ্যের কারণে তা নজরদারিতে রাখে কাস্টমস। মঙ্গলবার চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে ১৩ হাজার ৫৩০ কেজি নিডো ব্রান্ডের গুড়া দুধ পাওয়া যায়।
নিয়ম অনুযায়ী, ঘোষিত ইলেকট্রিক মোটরের শুল্কহার মাত্র ২৬ দশমিক ২০ শতাংশ হলেও গুড়া দুধের শুল্ক হার ৮৯ দশমিক ৩২ শতাংশ।
কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, চালানটি খালাস হলে সরকার প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হতো।
মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Comments