চিনি-তেলসহ ৮ পণ্য আমদানির পর মূল্য পরিশোধের অনুমতি
রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মশলা, চিনি ও খেজুর আমদানির পর মূল্য পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আমদানির ৯০ দিনের মধ্যে ব্যবসায়ীরা এলসির বিপরীতে এসব পণ্যের মূল্য পরিশোধ করতে পারবে বলে আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
রোজার জন্য এসব জরুরি পণ্য আমদানিতে লেনদেনের সুবিধার্থে এ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ৮ পণ্য আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য থাকবে।
আগামী রমজানে জরুরি পণ্যের দাম সহনীয় রাখতে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে এর আগে এসব পণ্যের আমদানিতে ন্যূনতম মার্জিন রেখে ঋণপত্র (এলসি) খোলার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
Comments