এলসি খোলায় কোনো নিষেধাজ্ঞা নেই: বাংলাদেশ ব্যাংক
কমার্শিয়াল এলসি (ঋণপত্র) খোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, স্ব স্ব ব্যাংক তাদের রেমিট্যান্স আয় ও রেমিট্যান্স ব্যয় সাপেক্ষে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রা তহবিল বিবেচনায় ঋণপত্র খুলছে, খুলে যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পরিপূর্ণ গাইডলাইন অনুযায়ী তদারকি করছে।
বিশেষ তদারকিতে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েন্সিংয়ের অনেক তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, আজ পর্যন্ত বিদেশি মুদ্রায় কোনো লোন ডিফল্ট হয়নি এবং বাংলাদেশ ব্যাংক তা হতেও দেবে না। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক পরামর্শ ও সাপোর্ট দিয়ে যাবে।
এ ছাড়া, অগ্রাধিকার খাত এবং জরুরি পণ্যে (জ্বালানি, সার ও খাদ্য) আমদানিতে সরকারি ঋণপত্রের মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংক দেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি ঋণপত্রে ডলার সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ১০ নভেম্বর পর্যন্ত এলসি খোলা হয়েছে ১ হাজার ২৬৩ মিলিয়ন ডলার। গত মাসের এ সময়ে ছিল ১ হাজার ২৩২ মিলিয়ন ডলার। এর আগে, অক্টোবরে এলসি খোলা হয়েছে ৪ হাজার ৭৪৩ মিলিয়ন ডলার।
Comments