ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ১২.৪৩ শতাংশ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি
স্টার ফাইল ফটো

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

এ সময়ে ইইউ'র দেশগুলোতে বাংলাদেশ প্রায় ৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপাত্ত বিশ্ল্বেষণ করে আজ রোববার বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে দেখা যায়, ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এ খাতে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানি। তবে জুলাই-সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে রপ্তানির পরিমাণ মাত্র ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

স্পেনে রপ্তানি বেড়েছে ২১ দশমিক ৩৫ শতাংশ এবং ফ্রান্সে পোশাক রপ্তানি বেড়েছে ৩৬ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি।

অপরদিকে, ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল রপ্তানি গন্তব্য পোল্যান্ডে ২০২১-২২ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানি ২৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। 

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে পোশাক রপ্তানি ৫ দশমিক ১৩ বেড়েছে যার মূল্যমান ২ দশমিক ০১ বিলিয়ন ডলার।

বিজিএমইএ জানায়, একই সময়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ১৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে এবং কানাডায় রপ্তানি ১৭ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৩৩৪ দশমিক ৬৫ মিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি হয়েছে।

এদিকে, অনিয়মিত গন্তব্যগুলোতে পোশাক রপ্তানি এ বছরের জুলাই-সেপ্টেম্বরে ২৫ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ে ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছিল।

এর মধ্যে জাপানে ১৬ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩২০ দশমিক ৪০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে। 

ভারতেও পোশাক রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। দেশটিতে চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে আগের বছরের তুলনায় রপ্তানি ৬৬ দশমিক ২০ শতাংশ বেড়ে ৩০৬ দশমিক ৩৯ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

তবে একই সময়ে চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ায় রপ্তানি কমেছে যথাক্রমে ৩ দশমিক ৬৯ শতাংশ, শূন্য দশমিক ১৩ শতাংশ, ৮ দশমিক ৭১ শতাংশ এবং ৪৭ দশমিক ৩০ শতাংশ।

বিজিএমইএ জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং পরবর্তীতে খুচরা বাজারে এর প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ প্রধান গন্তব্যগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে তা এসব তথ্য থেকে স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সম্প্রতি পোশাক রপ্তানি কমে গেছে এবং এজন্য জন্য ইউরোপের গ্রাহকরা উচ্চ মূল্যস্ফীতিতে পড়েছেন।
 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago