চাল আমদানিতে আরও ১০ শতাংশ শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন

ছবি: সংগৃহীত

চাল আমদানির ক্ষেত্রে আরও ১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়েছে সরকার। এখন থেকে চাল আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশের কিছু বেশি আমদানি শুল্ক পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের।

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশের ওপর কমিয়ে দেওয়ার ২ মাস পর এ ঘোষণা এলো।

আজ এনবিআর জানায়, এখন থেকে আমদানিকারকরা ৫ শতাংশ অগ্রিম কর ও ৫ শতাংশ অগ্রিম আয়করসহ মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রক শুল্ক পরিশোধে চাল আনতে পারবেন।

এনবিআর কর্মকর্তারা জানান, চাল আমদানিতে এখন মোট শুল্ক পরিশোধ করতে হবে ১৫ দশমিক ২৫ শতাংশ।

খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমদানিকারকরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্ক পরিশোধ করে চাল আমদানি করতে পারবেন। এর আগে, এই মেয়াদ ছিল চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।

Comments

The Daily Star  | English

BB suspends Binimoy over irregularities

The Bangladesh Bank (BB) has scrapped the interoperable digital transaction platform Binimoy, citing irregularities and a breach of contract.

9h ago