ডিজেলের আমদানি শুল্ক ৩৪ শতাংশ থেকে কমিয়ে ২২.৭৫ শতাংশ

ডিজেল
ছবি: রয়টার্স

ডিজেলের আমদানি শুল্ক ১১ দশমিক ২৫ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে ডিজেল আমদানিতে মোট শুল্ক ৩৪ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৭৫ শতাংশ হবে।

আজ রোববার এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৫২ শতাংশ বাড়ায় সরকার। 

এরপর শুল্ক কমানোর দাবি ওঠে এবং এনবিআর আজ এই সিদ্ধান্তের কথা জানালো।

এনবিআর জানিয়েছে, ডিজেল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমানো হয়েছে এবং কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

হ্রাসকৃত আমদানি শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আমদানি শুল্ক কমানোর ফলে ডিজেলের দাম কমবে কি না, জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এনবিআরের শুল্ক কমানোর বিষয়টি আমরা জেনেছি। তেলের দাম সমন্বয়ের জন্য শিগগির বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English

COP29 and the stakes for Bangladesh

The distribution of benefits is unequal between buyers and sellers.

3h ago