পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

আবেদনকারী প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করছেন সুরক্ষা সেবা সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। 

দেশটির রাজধানী লিসবনে বুধবার দূতাবাস ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

এ সময় তিনি কয়েকজন আবেদনকারী প্রবাসীকে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা।

অনুষ্ঠানে সুরক্ষা সেবা সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন,  'বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারেই প্রতিফলন হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তন। যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ এখনো ই-পাসপোর্ট চালু করতে পারেনি।'

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

লেখক: পর্তুগালপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago