দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

দক্ষিণ আফ্রিকায় নিজ বাসভবন থেকে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে দেশটির কোওয়াজুলু নাটাল প্রদেশের পিটার্সমেরিজবাগের বাসভবন থেকে একেএম রশিদুল ইসলাম টিটুর (৫৩) মরদেহ উদ্ধার করা হয়।

পিটার্সমেরিজবাগ থেকে প্রবাসী বাংলাদেশি সংগঠক সাইমল হক জানান, টিটুর বাসভবন থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে সেখানে বসবাসরত কয়েকজন বাংলাদেশি পুলিশের সহযোগিতায় তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে, কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো সুস্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে তিনি একাই থাকতেন। টিটু দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানায় ব্যবসা করতেন।

একেএম রশিদুল ইসলাম টিটুর (৫৩) দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়।

লেখক: দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Police disperse protesters with water cannons, sound grenades

The march was headed towards the home ministry to protest yesterday's attack on an indigenous group

58m ago