মালয়েশিয়ায় ১ বছরে ২২ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ২,৮৪৫

মালয়েশিয়ায় আটককৃত বিদেশি অভিবাসী। ফাইল ছবি

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ গত এক বছরে ২২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ৮৪৫ জন।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ৯ হাজার ৭০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ হাজার ৬২৭ জন মিয়ানমারের।

এছাড়া , থাইল্যান্ডের ১ হাজার ৪৯৪ জন, ভারতের ১ হাজার ৪৬২ জন, ফিলিপাইনের ১ হাজার ১৬৪ জন, ৬৫৫ জন পাকিস্তানি, ৪৩৭ জন নেপালি, ৩৬৭ জন কম্বোডিয়ার ও ৩৪২ জন ভিয়েতনামের নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

এছাড়া, দেশটিতে অবৈধ অভিবাসীদের কাজ দেওয়ায় এবং বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩৪৩ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি দাউদ এক বিবৃতিতে বলেন, 'বিদেশিদের সুরক্ষা নিশ্চিতে এবং দেশটিতে অবৈধদের বসবাস ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিবাসন বিভাগ কাজ করছে।'

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো পক্ষের সঙ্গে আপস করা হবে না বলেও জানান তিনি।

লেখক: মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago