আরও ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে পৌঁছেছে একটি মার্কিন উড়োজাহাজ। ট্রাম্প প্রশাসনের অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তাদের ফেরত পাঠানো হলো।

পিটিআই সূত্র জানায়, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের এই বাসিন্দারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তাদের নিয়ে শনিবার রাতে ভারতে পৌঁছায় মার্কিন উড়োজাহাজটি।

এটি অবৈধ অভিবাসী নিয়ে ভারতে আসা দ্বিতীয় উড়োজাহাজ। এর আগে গত সপ্তাহে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজ অমৃতসরে অবতরণ করে।

অফিশিয়াল সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, আজ রোববার অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে তৃতীয় উড়োজাহাজ দেশটির অমৃতসারে পৌঁছাতে পারে।

প্রথম উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো যাত্রীদের অনেকেই অভিযোগ করেন যে, দেশে ফেরত পাঠানোর সময় তাদের হাতকড়া ও শিকল পরানো হয়েছিল।

অবৈধ ভারতীয় অভিবাসীবাহী প্রথম ফ্লাইটটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের আগেই অবতরণ করে। এরপর মোদির ওয়াশিংটন সফরের একদিন পর এলো দ্বিতীয় ফ্লাইট।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত সবচেয়ে বেশি সংখ্যক অবৈধ অভিবাসীর তালিকায় মেক্সিকো ও এল সালভাদরের পরেই রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন।

 

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

31m ago