দুর্নীতির অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রীড়ামন্ত্রীকে বহিষ্কার

ক্রীড়ামন্ত্রী
সাবেক ক্রীড়ামন্ত্রী জন সিডোতি। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পার্লামেন্ট থেকে লিবারেল সরকারের সাবেক ক্রীড়ামন্ত্রী জন সিডোতিকে বহিষ্কার করা হয়েছে। 

রাজ্যের 'ইন্ডিপেনডেন্ট কমিশন অ্যাগেইনস্ট করাপশন' (আইসিএসি) সিডোতির বিরুদ্ধে গুরুতর অসদাচরণে জড়িত থাকার প্রমাণ দিয়েছে।

বর্তমানে তিনি লিবারেল পার্টির পার্লামেন্ট মেম্বার। গত ১২ বছর ধরে তিনি পার্লামেন্ট মেম্বার।

'সংসদের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখা প্রয়োজন' উল্লেখ করে গত মঙ্গলবার নিম্নকক্ষে সরকার দলীয় নেতা অ্যালিস্টার হেনসকেনস সিডোতিকে বহিষ্কার করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন।

ইন্ডিপেনডেন্ট কমিশন অ্যাগেইনস্ট করাপশন তাদের 'অপারেশন উইটনি' রিপোর্টে সাবেক মন্ত্রীর অসদাচরণের সংশ্লিষ্টতা পাওয়ার পর প্রিমিয়ার ডমিনিক পেরোটেট গত মাসে সিডোতির পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছিলেন, পার্লামেন্টে দুর্নীতির কোনো স্থান নেই'।

সাবেক ক্রীড়ামন্ত্রী সে সময় পদত্যাগ করতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন, তিনি সুপ্রিম কোর্টে লড়াই করতে চান।

জন সিডোতিকে রাজ্যের পার্লামেন্ট থেকে বহিষ্কারের প্রস্তাবটি লেবার পার্টি  সমর্থন করলে কণ্ঠ ভোটে তা পাস হয়।

সিডোতির বিরুদ্ধে অভিযোগ, তিনি সিডনির পশ্চিম শহরতলী ফাইভ ডকে পারিবারিক একটি জমির ব্লকের বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে অবৈধভাবে লবিং করছিলেন। 

গণমাধ্যমকে সিডোতি বলেন, 'কমিশন গুরুত্বপূর্ণ অনেকের সাক্ষাৎকার নেয়নি। আমি লড়াই চালিয়ে যাব এবং আমার আইনজীবীদের সুপ্রিম কোর্টে আবেদন করার নির্দেশ দিয়েছি।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments