বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

হৃদরোগের ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশন নামের একটি সংগঠন বন্দর নগরীতে যাত্রা শুরু করেছে।

সংগঠনের উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ সংগঠনের লক্ষ্য ও কর্মকাণ্ডের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, 'ফাউন্ডেশন দেশের শহর, মফস্বল ও গ্রামাঞ্চলের দরিদ্র রোগীদের মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে।'

তিনি আরও বলেন, 'এটি হৃদরোগের ঝুঁকি, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে জনগণকে সচেতন করবে, যাতে মানুষ হার্ট ফেইলিওর এবং হাইপারটেনশন প্রতিরোধ করতে পারে।'

'এই ফাউন্ডেশন হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনামূল্যে পরামর্শ প্রদান করবে এবং তাদের সাহায্য করবে, যাতে তারা বিনামূল্যে বা সস্তায় চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা করতে পারে', যোগ করেন তিনি।

ফাউন্ডেশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. আশীষ দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, 'হার্ট ফেইলিওরের চিকিৎসা ও অন্যান্য চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং এই লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করবে।'

এ সময় ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডা. রিজওয়ান রেহান ও সিএমএইচ এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নরেশ চন্দ্র রায়, ডা. আবু ইউসুফ, ডা. সালমা নাহিদ ও ডা. শ্রীপতি ভট্টাচার্য বক্তব্য দেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

35m ago