হাড্ডাহাড্ডি লড়াই: ১০৫ কেন্দ্রের ফলে রিফাত ৫০৩১০ ভোট, সাক্কু ৪৯৯৬৭

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার বিকেল ৪টার পর জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগণনা শুরু হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগণনা চলছে। ছবি: খালিদ নজরুল/স্টার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার বিকেল ৪টার পর জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগণনা শুরু হয়।

রাত সাড়ে ৯টায় ঘোষণা করা ১০৫ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত ৩৪৩ ভোটের ব্যবধানে জয়ী হন।

১০৫ কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন মোট ৫০ হাজার ৩১০ ভোট। অপরদিকে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

অন্যান্য প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকে নিজামউদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। এছাড়া হাতপাখা ৩ হাজার ৪০ ও হরিণ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। 

ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৪৫ যা মোট ভোটের ৫৮ দশমিক ৭৪ শতাংশ।

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ১০৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
PM Sheikh Hasina

Govt to seek extradition of Hasina

Prosecutors of the International Crimes Tribunal have already been appointed and the authorities have made other visible progress for the trial of the ones accused of crimes against humanity during the July students protest

49m ago