নির্বাচন কমিশনের চিঠি এখতিয়ার বহির্ভূত: এমপি বাহার

সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি: ভিডিও থেকে নেওয়া

'আমাদের নেত্রী যা চান তা হলো একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন। আমিও আমার এখানে তা চাই। আইন সবার জন্য সমান। আমি খুব দুঃখ পেয়েছি, একজন নির্বাচন কমিশনার বলেছেন, আমি আইন ভঙ্গ করেছি। কিন্তু, আমি কীভাবে আইন ভাঙলাম? তিনি আমাকে যে চিঠি দিয়েছেন তা এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন।'

আজ বুধবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর কুমিল্লা সদরের (কুমিল্লা-৬) সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এ মন্তব্য করেন।

তার মতে, 'নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে তা ভাষাগত ভাবেও ঠিক হয়নি। একজন জাতীয় সংসদ সদস্যের ক্ষেত্রে এভাবে নির্দেশ শব্দ ব্যবহার করা যায় না। এ ছাড়াও, চিঠিটা অসমাপ্ত। আইনের পুরো ব্যাখ্যা এখানে নেই। আইনটা নিয়ে পার্লামেন্টে কথা বলতে হবে। আইনটা আমরা সংশোধন করবো ইনশাল্লাহ।'

তিনি আরও বলেন, '(নির্বাচন কমিশনের) এই চিঠি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। যেটি আমি করতাম সেটি চিঠির কারণে কুমিল্লার মানুষ ক্ষুব্ধ হয়ে নৌকার পক্ষে ভোট দিচ্ছে। চিঠি না দিলে মানুষ এতো বিক্ষুব্ধ হতো না।'

নির্বাচনের আইনটা নির্বাচন কমিশনকে আগে মানতে হবে বলেও মন্তব্য করেন এমপি বাহার।

এর আগে, নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।

গত ৬ জুন নির্বাচন কমিশনে লিখিত অভিযোগে সাক্কু বলেছিলেন, 'সংসদ সদস্য বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা মহানগরের ও আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী সভা করছেন।'

এরপর, গত ৮ জুন বাহাউদ্দিন বাহারকে সিটি নির্বাচনী এলাকা ছাড়ার চিঠি দেয় নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

Yunus urges patience, promises polls roadmap soon after electoral reforms

He said the election train has started its journey and will not stop

9m ago