কুমিল্লা সিটি নির্বাচনে কে কোথায় ভোট দেবেন

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ১০৫টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
আরফানুল হক রিফাত, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। ছবি: সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ১০৫টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। 

জানা গেছে, সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকাল ১০টার দিকে শহরের হুচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। 

সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। 

সকাল ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুল কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টার দিকে ভোট দেবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। 

নতুন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। 

Comments

The Daily Star  | English
Law Minister Anisul Huq wins in Brahmanbaria-4 constituency

Quota protesters can place arguments before SC through lawyers: law minister

Law Minister Anisul Huq today said the government cannot make a decision about the quota system in the government jobs, as the matter in now pending before the Supreme Court

37m ago