মাঙ্কিপক্স: নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

মাঙ্কিপক্সের টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন নিউইয়র্কের বাসিন্দারা। ছবি: সংগৃহীত

মাক্সিপক্স সংক্রমণ তীব্রতর হওয়ায় রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল।

আজ শনিবার সিএনবিসির প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্ক স্টেট কমিশনার অব হেলথ মাঙ্কিপক্সকে 'জনস্বাস্থ্যের জন্য আসন্ন হুমকি' ঘোষণার একদিন পর গতকাল শুক্রবার রাতে হকুল এ ঘোষণা দেন।

গভর্নর বলেন, 'মাক্সিপক্স সংক্রমণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এবং টিকাদান কার্যক্রমকে আরও বেগবান করতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।'

শুক্রবার এক টুইটবার্তায় তিনি বলেন, 'মাঙ্কিপক্স প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য আমি রাজ্যে একটি দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করছি।'

হকুল আরও জানান, রাজ্যে মাঙ্কিপক্স অতিদ্রুত ছড়াচ্ছে। রাজ্যের বাসিন্দাদের শরীরে ফুসকুড়ি ও ক্ষত দেখা দিচ্ছে, যা মাঙ্কিপক্সে আক্রান্তের লক্ষণ।

যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের তুলনায় নিউইয়র্কে মাঙ্কিপক্সে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এখন পর্যন্ত এ রাজ্যে ১ হাজার ৩৪৫ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ায় মাঙ্কিপক্স আক্রান্ত রয়েছেন ৭৯৯ জন।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

1h ago