গিলে ফেলা চুইংগাম কতদিন পাকস্থলীতে থাকতে পারে

ছবি: নিউসায়েন্টিস্ট

ফলের বীজ খেয়ে ফেললে পেটে গাছ জন্মাবে কিংবা ভাঙা আয়নায় মুখ দেখলে জীবন দুঃখে কাটবে এমন হাজারো কুসংস্কারের মধ্যে একটি হলো চুইংগাম চিবুতে গিয়ে গিলে ফেললে ঘটবে বিপত্তি। হজম হওয়ার বদলে পেটে থেকে যাবে টানা ৭ বছর। 

ছোট বাচ্চাদের এই কথা বলে অনেক বাবা-মা ভয় দেখিয়ে আসছেন বহুকাল ধরে। কিন্তু এই কুসংস্কার বিশ্বাস করে বড় হওয়ার পরও যদি ভয় পান, ব্যাপারটি তখন আর মজার থাকে না।  

আগেকার দিনের চুইংগাম তৈরি হতো মিষ্টি, নানা স্বাদের ফ্লেভার, প্রিজারভেটিভ ও সফেনার। যা আমাদের প্রতিদিনের খাদ্যে উপস্থিত থাকে এবং হজমে কোনো ব্যাঘাত ঘটায় না। কিন্তু বর্তমানে চুইংগাম তৈরিতে ব্যবহৃত হয় সিন্থেটিক পলিমার বা ইলাস্টোমার, রাবার জাতীয় পদার্থ। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে কি এখনকার চুইংগাম কি মিথের বাস্তবায়ন ঘটাবে? 

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, সিন্থেটিক পদার্থ বড়জোর এক সপ্তাহ পাকস্থলীতে থাকতে পারে। তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় দেহ থেকে বের হয়ে যায়।

তবে চুইংগাম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয়- এ কথাটিও সত্য নয়। অধিক পরিমাণে চুইংগাম খেলে পরিপাকতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত তো ঘটাবেই, এমনকি শ্বাসকষ্টের কারণও হতে পারে। তাই বাচ্চাদের চুইংগাম গিলে ফেলা থেকে বিরত রাখতে হবে। তবে ভুলবশত খেয়ে ফেললে চিন্তার কিছু নেই। এক সপ্তাহের মধ্যে এমনিতেই হজম হয়ে যাবে। 

রিপলি'স বিলিভ ইট অর নট থেকে অনুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া। 
 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago