লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কৃষিঋণ দিয়েছে ব্যাংকগুলো

কৃষি
ছবি: স্টার ফাইল ফটো

২০২১-২২ অর্থবছরে ব্যাংকগুলোর কৃষি খাতে অর্থায়ন ১৩ শতাংশ বেড়ে ২৮ হাজার ৩৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

মৎস্য, প্রাণিসম্পদ ও ফসল উৎপাদকদের পাশাপাশি গ্রামাঞ্চলে আয়-বৃদ্ধি কর্মসূচিসহ দারিদ্র বিমোচন কার্যক্রমে এই অর্থ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জুন মাসে শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে প্রায় ৩৩ লাখ কৃষক ঋণ পেয়েছেন।

২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর জন্য ৩০ হাজার ৯১১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আগের বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। 

ব্যাংকগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি খাত ও গ্রামীণ এলাকায় ঋণ দিতে হবে বলে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক।

 

Comments