র্যাগ ডে নিষিদ্ধ নয়, উদযাপনে বিধিনিষেধ: ইউজিসি
দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে উদযাপনে কিছু বিধিনিষেধ আরোপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ বিষয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে ইউজিসি।
আজ মঙ্গলবার ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজা বেগম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'হাইকোর্টের আদেশ অনুযায়ী আমরা র্যাগ ডে উদযাপনে বিধিনিষেধ আরোপ করেছি।'
তবে তিনি স্পষ্টভাবে বলেন যে ইউজিসি র্যাগ ডে উদযাপন নিষিদ্ধ করছে না।
ইউজিসির চিঠিতে বলা হয়, হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডে উদযাপনের নামে অশ্লীল, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন।
হাইকোর্টের আদেশ অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।
অশ্লীল, অশোভন আচরণ ও নিষিদ্ধ কর্মকাণ্ড কী হবে জানতে চাইলে অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, 'এগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে।'
'তবে সমাজের চোখে যা অশোভন, তাকে অশোভন বলা উচিত,' যোগ করেন তিনি।
গত ১৭ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি ও নিষ্ঠুর কর্মকাণ্ড ও র্যাগ ডের নামে গুন্ডামি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।
Comments