‘বন্যা-নদী ভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় মানুষ দিশেহারা’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

মির্জা ফখরুল বলেন, 'ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে।'

বিবৃতিতে তিনি বলেন, 'আমি বিএনপি ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের স্থানীয় সব পর্যায়ের নেতাকর্মীসহ সচ্ছল ও বিত্তবান মানুষদের শিগগির বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।'

একইসঙ্গে বন্যা কবলিত অঞ্চলে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 'সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে গেছে। গ্রামের পর গ্রাম, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে এবং ফসলি জমি ডুবে গেছে।'

'বন্যা ও নদী ভাঙনে উপদ্রুত মানুষের প্রতি আমি গভীর সহমর্মিতা জানাচ্ছি,' বলেন তিনি।

বন্যা কবলিতদের সাহায্যে সরকারের তৎপরতা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'জনগণের প্রতি এই গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলে তারা অসহায় মানুষের সাহায্যে কার্যকর ভূমিকা পালন করছে না।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

28m ago