‘পদ্মা সেতু পার হতে গেলে ফেলে দেবেন কি না, ভয়ে আছি’

সংসদ সদস্য হারুনুর রশীদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পদ্মা সেতু পার হতে গেলে ফেলে দেওয়া হবে কি না, সে বিষয়ে আতঙ্ক প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

আজ রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ আতঙ্কের কথা জানান।

হারুনের বক্তব্যের আগে শাজাহান খান তার বক্তৃতায় বিএনপিকে পদ্মা সেতুতে না ওঠার পরামর্শ দেন।

'পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি হচ্ছে' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,  'বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন। দয়া করে আপনারা কেউ পদ্মা সেতু পার হবেন না। আপনাদের নেত্রীর নির্দেশ অমান্য করবেন না। আপনাদের জন্য আমরা নদীর পারে নৌকা রেখে দেবো। সেই নৌকায় দরকার হলে আপনাদের পার করবো।'

পরে বাজেটের ওপর আলোচনাকালে এর জবাব দেন হারুন।

পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, 'পদ্মা সেতু আমাদের গৌরবের। নিজস্ব অর্থায়নে চেষ্টা করে সেতু করেছেন। এটা আমাদের গৌরবের।'

হারুন বলেন, 'প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের জন্য আমাকে দাওয়াত দিলেন। কিন্তু শাজাহান খান আমাদের বললেন পদ্মা সেতুতে উঠবেন না। তাহলে আমরা কী করব?'

এ সময় স্পিকারের দায়িত্বে থাকা সভাপতিমন্ডলির সদস্য এ বি তাজুল ইসলাম বলেন, 'সর্বোচ্চ ব্যক্তিত্বের দাওয়াত গ্রহণ করতে হবে।'

হারুন বলেন, 'একদিন দাওয়াত দেবেন, ওদিকে আরেকজন ভয় দেখাবেন। আমি তো আতঙ্কে আছি। পদ্মা সেতু পার হতে গেলে ফেলে দেবেন কি না? ডুবিয়ে দেবেন কি না? এ ধরনের একটি ভয়ের মধ্যে আছি।'

হারুনের এই বক্তব্য দেওয়ার সময় সংসদে উপস্থিত সংসদ নেতা শেখ হাসিনাকে হাসতে দেখা যায়।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, 'কাল দেখলাম একজন মন্ত্রী বক্তব্য দিচ্ছেন যে বিএনপির মন খারাপ পদ্মা সেতু হওয়ার জন্য। না আমাদের মন খারাপ নয় স্পিকার। আমাদের মন কেন খারাপ হবে? আমরা আনন্দে আছি। আমরা মুজিববর্ষ পালন করলাম।'

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago