খালেদা জিয়ার শারীরিক-মানসিক অবস্থার উন্নতি: ডা. জাহিদ

গত ৭ জানুয়ারি খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সের দিকে নেওয়ার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির সিনিয়র নেতারা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আজ সোমবার বিকেল ৪টার দিকে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, লন্ডনের শীর্ষ-স্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল 'দ্য ক্লিনিকে' লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সেখানে ভর্তি করার পর তারর শারীরিক অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অনেক পরীক্ষার ফল ইতোমধ্যে আসতে শুরু করেছে। সেগুলো ইতিবাচক। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। লন্ডনের হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্টসহ লন্ডনের স্বনামধন্য ৫-৬ জন চিকিৎসকের টিম নিয়মিত তার চিকিৎসা করছেন। সব পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর দুয়েকদিনের মধ্যে চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করতে পারবেন।

তিনি আরও জানান, মানসিকভাবেও খালেদা জিয়ার উন্নতির বিষয়টি দৃশ্যমান। এর অন্যতম কারণ অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়েছেন। তারেক রহমান প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে হাসপাতালে সময় দিচ্ছেন। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিত বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে যাচ্ছেন। তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনিও নিয়মিত হাসপাতালে তার দেখভাল করছেন।

এভাবে খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকলে এবং তিনি পারিবারিক আবহে থাকলে শিগগির দেশবাসীকে সুনির্দিষ্ট করে 'ভালো খবর' দেওয়া যাবে বলেও জানিয়েছেন ডা. জাহিদ।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি লন্ডনের 'দ্য ক্লিনিকে' ভর্তি করা হয়।

Comments

The Daily Star  | English
Seven college students end blockade programme

7 colleges set 15-day deadline for framework on independent uni

Representatives of seven college students made the announcement following a meeting with the home adviser

4h ago