ময়মনসিংহে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ময়মনসিংহে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্রসহ ৬ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুর ১টা ১০ মিনিটের সময় নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র মারা যায়। তারা হলো—উপজেলার পংকরহাটি গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১২), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (৮) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন মিয়া (১০)। তারা স্থানীয় বারইগ্রাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ডেইলি স্টারকে জানান, ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাসেন আলী মণ্ডলের ছেলে আবু বাক্কার (৪০) ও পচা মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) মারা যান।
এ ছাড়া, আজ সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন গফুর মিয়ার ছেলে আবু সাঈদ (৩০)। উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।
Comments