বাস নেই, ট্রাক-পিকআপে চেপে...

ঈদের ২ দিন আগে ঢাকার অদূরে সাভারের বহু মানুষ বাস না পেয়ে কিংবা অতিরিক্ত ভাড়ার কারণে ট্রাক ও পিকআপে চেপে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নিন্ম আয়ের মানুষ।
ঝুঁকি নিয়ে ট্রাকে চেপে এভাবেই বাড়ি যাচ্ছেন বহু মানুষ। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা ছবি। ছবি: পলাশ খান/স্টার

ঈদের ২ দিন আগে ঢাকার অদূরে সাভারের বহু মানুষ বাস না পেয়ে কিংবা অতিরিক্ত ভাড়ার কারণে ট্রাক ও পিকআপে চেপে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নিন্ম আয়ের মানুষ।

আজ শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুর, রেডিওকলোনি, সিঅ্যান্ডবি ও নবীনগরসহ বিভিন্ন এলাকায় যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়তে দেখা গেছে।

বাসে জায়গা না পেয়ে হেমায়েতপুর থেকে আরিচা যাওয়ার জন্য ট্রাকে চেপে বসেছিলেন পোশাকশ্রমিক আরমান আলী। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'বাস পাওয়া যাচ্ছিল না। দুয়েকটি যা পাওয়া যাচ্ছিল, ভাড়া চাচ্ছিল কয়েকগুণ বেশি। তাই ২০০ টাকা দিয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছি।'

ছবি: পলাশ খান/স্টার

নবীনগর থেকে ধামরাই পর্যন্ত ৭ কিলোমিটার জট

আজ শুক্রবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত যান চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও নবীনগর থেকে ধামরাইয়ের ঢুলিভিটা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট।

এ ব্যাপারে ঢাকা ট্রাফিক উত্তর অঞ্চলের পরিদর্শক (প্রশাসন) আব্দুস সালাম ডেইলি স্টারকে বলেন, 'সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।'

Comments