ঝিনাইদহে অটোভ্যানে পিকআপচাপা, নিহত ৪

accident_15.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের ৩ যাত্রী ও ১ পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানচালক সলেমান হোসেন (৬৫), ১৫ মাস বয়সী রাফান, খুকুমনি (৭) এবং একজন পথচারী। নিহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। সলেমান হোসেন কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি এলাকার বাসিন্দা। রাফান এলাঙ্গী এলাকার রুবেল হোসেনের ছেলে এবং তার মা রিমা খাতুন (২৫) তাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। খুকুমনি রাফানের মামাতো বোন। এ দুর্ঘটনায় রিমা খাতুনও আহত হয়েছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, '৩ জনকে কোটচাদপুর হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং একজনকে যশোর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এই ঘটনায় পিকআপটি  জব্দ করা হয়েছে।'

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস এম রমিজ উদ্দিন বলেন, 'হাসপাতালে ৩ জনের মরদেহ এসেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ডাক্তার দেখিয়ে কোটচাঁদপুর শহর থেকে এলাঙ্গী নিজ বাড়িতে ফিরছিলেন ওই শিশুর রিমা খাতুন। তারা কাশিপুর এলাকার পৌর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা ৭ যাত্রী ও এক পথচারী গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে ৪ জন নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

ICT investigators submit 'genocide' probe report against Hasina, Kamal, Mamun

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

18m ago