ঈদযাত্রা: অভিযোগ করে বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

‘ঈদ এলেই অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের গলাকাটা হয়।’
পুলিশ ও বিআরটিএর অভিযান। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়েছে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মনিটরিং টিম।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর একে খান ও অলংকার এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় চট্টগ্রাম থেকে বগুড়া রুটে চলাচলকারী 'বিপুল পরিবহন' অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে প্রমাণ পাওয়ায় আদায়কৃত টাকা বাড়তি টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) কীর্তিমান চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদ এলেই অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের গলাকাটা হয়। আমাদের কাছে অতীতে অভিযোগ থাকায় এবার আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করে বিআরটিএ ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছি।'

তিনি বলেন, 'আজকের অভিযানে অধিকাংশ পরিবহন ভাড়ার তালিকা অনুযায়ী টিকেট বিক্রি করছে বলে প্রমাণ পেয়েছি। শুধু একটি পরিবহনের যাত্রীরা অভিযোগ করেন যে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। সেই টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করেছি।'

Comments