বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এখনো ২৫ কিমি যানজট

jam1_9jul22.jpg
ছবি: মির্জা শাকিল/স্টার

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে করটিয়া পর্যন্ত এখনো অন্তত ৩০ কিলোমিটার যানজট রয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, সেতুর পশ্চিম প্রান্ত যান চলাচলের ধীরগতি থাকায় পূর্ব প্রান্তের জট ছাড়ছে না।

আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে দেখা যায়, কিছু পর পর গাড়ি চলতে শুরু করলেও গজ খানেক গিয়ে আবারও থামতে হচ্ছে।

jam2_9jul22.jpg
ছবি: মির্জা শাকিল/স্টার

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, অতিরিক্ত গাড়ির চাপে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ অংশে সেভাবে গাড়ি টানতে না পারায় পূর্ব প্রান্তে টাঙ্গাইল অংশে যানজট থেকেই যাচ্ছে।

তবে বেলা আরেকটু বাড়লে মহাসড়কে গাড়ির চাপ ও যানজট কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

উত্তরের গেটওয়ে হিসেবে পরিচিত টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ১৬টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টিসহ মোট ২৬টি জেলার প্রায় ১১৬টি রুটের যানবাহন চলাচল করে।

এ বছর ঈদে মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখার ঘোষণা দিয়েছিল সংশ্লিষ্ট কতৃপক্ষ। তবে এবারের পরিস্থিতি গত বছরের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago