পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে মিউজিক ভিডিও বানানোর চেষ্টা, জরিমানা

ভ্রাম্যমাণ আদালত জরিমানার পাশাপাশি বাকিদের সতর্ক করেন। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে উঠে প্রাইভেটকার থামিয়ে মিউজিক ভিডিও বানানোর চেষ্টা করছিলেন ৬-৭ জন যুবক। নিষেধাজ্ঞা অমান্য করে পার্কিং করায় ওই গাড়ির চালককে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে তাদেরকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুল কবীর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিষেধাজ্ঞা অমান্য করে সেতুতে একটি প্রাইভেটকার পার্কিং করা হয়। গাড়ি থেকে ৬-৭ জন যুবক সেতুতে নেমে মিউজিক ভিডিও বানানোর চেষ্টা করছিল। এ অপরাধে গাড়ির চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাকিদের সতর্ক করা হয়।'

তিনি জানান, ওই যুবকদের বয়স আনুমানিক ২০-২২ বছর। তারা কুমিল্লা থেকে গাড়িটি ভাড়া করে এনেছিল।

তারা শরীয়তপুরের জাজিরার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানান সহকারী কমিশনার আশরাফুল কবীর।

Comments

The Daily Star  | English
Bangladesh's economic growth

Are rising exports, remittance the cure?

December has brought some good news! Remittance hit a record high, taking the total for the 2024 calendar year to $26.87 billion. Exports surged too, pushing the final annual figure to $50 billion.

1d ago